কোয়ারেন্টাইন-আইসোলেশন-হোম কোয়ারেন্টাইন
কোয়ারেন্টাইন কী?
কোয়ারেন্টাইন এর মাধ্যমে সেই সকল সুস্থ ব্যক্তিদের (যারা কোন সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছে) অন্য সুস্থ ব্যক্তি থেকে আলাদা রাখা হয়, তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, এবং তারা ঐ সংক্রামক রোগে আক্রান্ত হয় কিনা তা পর্যবেক্ষণ করা হয় ।
আইসোলেশন কী?
আইসোলেশন এর মাধ্যমে সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের অন্য সুস্থ ব্যক্তি হতে আলাদা রাখা হয় যেন সুস্থ ব্যক্তিরা আক্রান্ত না হয় ।
হোম কোয়ারেন্টাইন কী?
যারা বিদেশ থেকে আগত যাত্রীদের (যে সব দেশে কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটেছে) এবং দেশে শনাক্তকৃত কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন এবং যারা বা যাদের কোভিড-১৯ উপসর্গ নেই অথবা লক্ষণ দেখা দিয়েছে, তাদের ১৪ দিন স্বেচ্ছা বা গৃহ কোয়ারেন্টাইন অর্থাৎ বাসায় সবার থেকে আলাদা থাকতে হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেয়া নিয়মগুলোকে যথাযথ পালন করতে হবে ।