বিদেশ থেকে আসা কোন ব্যক্তি বা কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা কোন ব্যক্তির যদি কমপক্ষে ২-১৪ দিনের মধ্যে যদি নিচের লক্ষণগুলো দেখা দেয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। লক্ষণগুলো হলো-
-
বেশির ভাগ ক্ষেত্রে প্রথম লক্ষণ হিসেবে জ্বর (১০০ ডিগ্রী ফারেনহাইট) দেখা দেয়
- শুকনো কাশি হতে পারে
- সর্দি হতে পারে
- দুর্বলতা দেখা দিতে পারে
- গলা ব্যথা হতে পারে
- শরীর ব্যথা হতে পারে
- শ্বাসকষ্ট অথবা নিউমোনিয়া দেখা দিতে পারে
বয়স্ক মানুষ ও যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হৃদরোগ, কিডনী সমস্যা, ক্যান্সার ইত্যাদি আছে তাদের কোভিড-১৯ এ সংক্রমিত হবার সম্ভাবনা বেশি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ডায়েরিয়া, ঠোঁটে ঘা-র মতো সমস্যা দেখা দিতে পারে। আবার অনেকে এ রোগে আক্রান্ত হলেও লক্ষণ দেখা যায় না। প্রথম দিকে এ রোগের লক্ষণগুলো কম থাকে। পরবর্তীতে ধীরে ধীরে বাড়তে থাকে।
এ রোগের লক্ষণ সাধারণত ২-১৪ দিনের মধ্যে দেখা যায়। তবে, এ রোগে মৃত্যুর হার কম। অনেকেই সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরে গেছেন।